The missing painting
তেরো বছর আগের আঁকা একটা ছবি আজ তোমাদের জন্য। সে বছর লোখন্ডওয়ালার এক মেলায় ঝোঁকের বশে একটা স্টল নিয়েছিলাম—ইচ্ছে ছিল, আমার আঁকা ছবি লোকেদের দেখাই।তা, বেশ অনেকগুলো ছোট ক্যানভাস এঁকে নিয়ে গিয়েছিলাম, একরাশ উৎসাহ আর উদ্দীপনা নিয়ে। খুবই সামান্য দাম রেখেছিলাম—হাজার টাকারও নিচে। লোকে এলো, দেখল।বহু মহিলা একটু বেশি ঝুঁকে ছবিগুলোর খুব কাছে গিয়ে কিছু …