আবার প্রেমে পড়ি চলো..

Published in Facebook

বোলপুর এখন ভগ্নাবশেষ হলেও বছরের এই সময়টায় লাল মাটি, মাথার ওপর কৃষ্ণচূড়ার লাল রঙ, সুন্দরী তনয়াদের লাল হলুদ শাড়ীতে খোপাইের হাটে নাচের ছন্দ অতিমাত্রায় প্রেমময়।

আবার প্রেমে পড়ে “আমি তারেই খুঁজে বেড়াই” বা

“একদা তুমি প্রিয়ে, আমারই এ তরুমূলে বসেছ ফুলসাজে, সে কথা যে গেছ ভূলে” গাইতে ইচ্ছে করে।

আর সে চলে যাবে পাশ দিয়ে, ধরা দেবে না..

রাম বাবুর টপ্পাই বা কম কি, তাও তো গাইতে পারি তার প্রেমে..

“তোমায় ভালোবাসি বলে, তুমি বুঝি মনে ভাবো

তোমার চন্দ্রমুখ না দেখিলে, আমি বুঝে মরে যাবো..”

খানিক বাঁশি ও বাজাতে পারি কৃষ্ণচূড়ার ছায়ায বসে..

আবার প্রেমে পড়ি চলো..

Royal poinciana plant.

Bengalis call this Krishnachura.

– Water colour composition on handmade paper.

#watercolour#watercolourpainting#watercolourimpressionist#bolpur#santiniketan#Shantiniketan